মেহমেদ মেরাজ ০৯ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৩০ পি.এম
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর শাহ্ সুফি আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সাথে দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর শাহ্ সুফি আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনের এক বৈঠক অনুষ্ঠিত হয়
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আলেম ওলামাদের করণীয় এবং মাদরাসা শিক্ষার সিলেবাস, কারিকুলাম, পাঠদানের পদ্ধতি ও শিক্ষক কর্মচারীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা হয়।
এসময় জমিয়াত সভাপতি বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের সাথে সম্পৃক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারী, আলেম ওলামা, পীর মাশায়েখগণ ভবিষ্যতে তাঁদেরই ক্ষমতায় দেখতে চায়, যাদের দ্বারা মাদরাসা শিক্ষার স্বার্থ রক্ষা হবে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ শিক্ষা ধারা যে ঐতিহ্য হারিয়েছে তা পূনরুদ্ধার হবে একই সাথে যাদের মাধ্যমে এদেশের মুসলমানদের ঈমান আকীদা অটুট থাকবে। যেই সময়ে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে বিশ্বের সকল রাষ্ট্রে নিজেদের মাঝে সম্পর্ক উন্নয়ন, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক ভ্রাতিত্ববোধ সৃষ্টির প্রয়াস চালাচ্ছে, ঠিক সেই সময়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল ও ব্যাক্তিরা বিভাজন, বিভক্তি ও বিতর্কের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ব্যাহত করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করছে। অচিরেই এরা সর্ব মহলে নিগৃহীত ও পরিত্যাজ্য হবে। বিশেষ করে আগামীর নির্বাচনে তারাই সফলতা অর্জন করবে যারা হক্কানী আলেম ওলামা, পীর মাশায়েখ ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আস্থাভাজন হবেন।
ছারছীনা পীর বলেন, কেবল মাদরাসা শিক্ষক কর্মচারীরাই নয় জমিয়াতুল মোদার্রেছীন দেশের বৃহত্তর দরবার, খানকা, প্রবীন মুহাক্কিক আলেম ওলামাদের শতভাগ আস্থার স্থল। দেশের যেকোন ধর্মীয় ইস্যুতে সবাই জমিয়াতের নির্দেশনা ও কর্মসূচীর অপেক্ষায় থাকে। আমারা জমিয়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।
জমিয়াত মহাসচিব বলেন, মফস্বল থেকে জাতীয় পর্যায়ে সকল শাখা জমিয়াত অন্যান্য যেকোন সময়ের থেকে অধিক দৃঢ় ঐক্য স্থাপন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন পরিস্থিতিতে আমরা আত্মনিয়োগ করতে প্রস্তুত রয়েছি। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের সপক্ষেই থাকবে ইনশাআল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন, ছারছীনা মাদরাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমীন আফসারী, জমিয়াত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা জাফর সাদেকসহ ঢাকাস্থ বিভিন্ন মাদরাসা শিক্ষক ও ছারছীনা দরবারের বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ’র বিভিন্ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মহাসচিবের সাথে দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর শাহ্ সুফি আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনের এক বৈঠক অনুষ্ঠিত
আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ, যা বললেন রিটার্নিং কর্মকর্তা
ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য কতটা ভূমিকা রাখতে পারে?
এবার সাদিক কায়েমের ফেসবুক আইডি উধাও
ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা শিবির সমর্থিত প্যানেলের
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে, ৬০ শতাংশ সশরীর
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত: তথ্য উপদেষ্টা