স্পোর্টস রিপোর্টার ১৪ জুলাই ২০২৫ ০২:৩৫ পি.এম
প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াল টাইগাররা। দুর্দান্ত খেলে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে দেশের ছেলেরা। দুরন্ত এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরল লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে মুখোমুখি হবে দুদল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের দলের শুরুটা ভালো হয়নি। দলীয় ৭ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়ায় লিটন দাস, তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারীর ব্যাটে। তাতে ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৭ রান। জবাবে, মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
শুরুটা খারাপ হলেও পরে লিটনের ব্যাটিং ঝলকে পথ হারায়নি বাংলাদেশ। এক বছর ও ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া লিটনের ব্যাটে আসে ৭৬ রান। দুইবার জীবন পাওয়া লিটন নিজের ইনিংস সাজান ১ ছক্কা ও ৫ চারে।
ক্যারিয়ারের ১২তম ফিফটি পাওয়ার দিনে ৫ম উইকেট জুটিতে শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৭৭ রান যোগ করেন লিটন। টি-টোয়েন্টিতে ৫ম উইকেট জুটিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি। লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া শামীম ঝড়ো ইনিংস খেলে করেন ৪৮ রান। তার ২৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কা। তারা দুজন যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ততক্ষণে বাংলাদেশ নিশ্চিত করে বড় সংগ্রহ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৭ রানে।
পঞ্চম উইকেট জুটিতে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ৩১ বলে ৪১ রান যোগ করে দলকে খানিকটা কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশি বোলারদের তোপে শেষমেশ পরাস্ত হয়ে ১১তম ওভারে আউট হন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ২৯ বলে ৩২ রান। এটাই লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে শানাকার ব্যাটে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ১৮ রানে নেন তিন উইকেট। এ ছাড়া শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন দুইটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ১৭৭/৭, ২০ ওভার, (লিটন ৭৬, শামীম ৪৮, বিনুরা ৩/৩১)।
শ্রীলঙ্কা-৯৪/১০, ১৫.২ ওভার, (নিশাঙ্কা ৩২, শানাকা ২০, রিশাদ ৩/১৮)।
ফল- বাংলাদেশ ৮৩ রানে জয়ী।
ম্যাচসেরা- লিটন দাস।